ঠাকুরগাঁওয়ে শীতার্তদের পাশে গার্ল গাইডস এসোসিয়েশন

উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে হাড়কাঁপানো কনকনে শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রেল স্টেশন ও আশপাশের এলাকার ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের ওপর। অসহায় এই মানুষগুলোর শীতের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের রোড রেল স্টেশন এলাকায় জেলা ও স্থানীয় গার্ল গাইডস এসোসিয়েশনের যৌথ উদ্যোগে অর্ধশতাধিক শীতার্ত নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপস্থিত ব্যক্তিবর্গ: শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন:

রহিমা চৌধুরী: জেলা কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন।

কানন চক্রবর্তী: জেলা সম্পাদিকা।

ছালেহা খাতুন: কোষাধ্যক্ষ।

মনোয়ারা বেগম লিলি: স্থানীয় কমিশনার।

আজিজা আখতার জাহান: ওয়ারেন্ট গাইডারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

ব্যক্তিগত অর্থায়নে মানবিক উদ্যোগ: সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কোনো সরকারি বা প্রাতিষ্ঠানিক বরাদ্দ নয়, বরং গার্ল গাইডস এসোসিয়েশনের সদস্যদের নিজস্ব ও ব্যক্তিগত অর্থায়নে এই শীতবস্ত্রগুলো কেনা হয়েছে। তীব্র শীতে খোলা আকাশের নিচে বা জরাজীর্ণ ঘরে থাকা মানুষগুলোর প্রতি সহমর্মিতা জানাতেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

বিতরণ শেষে জেলা কমিশনার রহিমা চৌধুরী বলেন, “প্রতিবছরই আমরা সাধ্যমতো আর্তমানবতার সেবায় এগিয়ে আসার চেষ্টা করি। ঠাকুরগাঁওয়ের এই তীব্র শীতে আমাদের একটু সহযোগিতা যদি কারো মুখে হাসি ফোটায়, সেখানেই আমাদের সার্থকতা।” শীতবস্ত্র পেয়ে রেল স্টেশন এলাকার দুস্থ মানুষগুলো সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

-রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও