মৌলভীবাজারে  দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১১ নেতাকে অব্যাহতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার এবং পৌর বিএনপি’র ১১ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি ) রাতে মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্যসচিব মো. আব্দুর রহিম রিপন সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ জারি করেন
ফয়সাল আহমেদ (সদস্য, শ্রীমঙ্গল পৌর বিএনপি)
মীর এম এ সালাম (সদস্য, শ্রীমঙ্গল পৌর বিএনপি)
টিটু দাস (সদস্য, শ্রীমঙ্গল পৌর বিএনপি)
নজরুল ইসলাম (সদস্য, শ্রীমঙ্গল পৌর বিএনপি)
টমাস আহমেদ (সদস্য, শ্রীমঙ্গল পৌর বিএনপি)
আলকাছ মিয়া (সদস্য, শ্রীমঙ্গল পৌর বিএনপি)
 অব্যাহতি পাওয়া নেতাদের সঙ্গে দলীয় কোনো পর্যায়ের নেতাকর্মীকে যোগাযোগ বা সংশ্লিষ্টতা না রাখার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, একই সময়ে সারা দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির আরও অনেক নেতাকর্মীকে বহিষ্কার বা অব্যাহতি দেওয়া হয়েছে।

-রিপন আহমদ, মৌলভীবাজার