কক্সবাজারে আরাকান আর্মির গুলিতে ২ কিশোর আহত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি কিশোর আহত হয়েছেন। আহতরা বর্তমানে উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জর পাড়ার মাঝামাঝি নাফ নদী সীমান্তে এই ঘটনা ঘটে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক খোকন চন্দ্র রুদ্র জানান, স্থানীয় দুই কিশোর সোহেল (১৬) ও আব্দুল্লাহ (১৭) মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন। তাদের মাথা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গুলি কোনো ভারি অস্ত্রের নয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসেন। উল্লেখ্য, এর আগে ১৩ জানুয়ারি একই এলাকায় আরাকান আর্মির গুলিতে ১১ বছর বয়সী সুমাইয়া হুজাইফা গুরুতর আহত হন এবং বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

সাবরিনা রিমি/