নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর জনসভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়ন  বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার  (২৬ জানুয়ারি) বিকেলে  ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক পুরাতন গরু  বাজার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
ফান্দাউক  ইউনিয়ন বিএনপির সভাপতি ফরহাদ  মেম্বার এর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির নেতা ফারুক আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি,জেলা আইনজীবী সমিতির সভাপতি জননেতা এ কে এম কামরুজ্জামান মামুন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাটি অঞ্চলের কিংবদন্তি সাবেক বিএনপির বিল্পবী নেতা ও সাবেক জাতীয় সংসদ সদস্য (এম পি) এসএম শাফি মাহমুদ , অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  ফান্দাউক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফরিদ মিয়া মেম্বার,  উপজেলা বিএনপির সহ  ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নুর মেম্বার, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ইউনুস, উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক খান,উপজেলা তরুণ দলের যুগ্ম আহবায়ক মালেক শাহ, ফান্দাউক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আকবর,ফান্দাউক ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আবুল খায়ের, উপজেলা বিএনপির  সদস্য আমিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শামিমুল ইসলাম, নাসির নগর সদর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আনোয়ার হোসেন ফাতু, নাসির নগর সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ডালিম চৌধুরী, কলেজ ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ তপু,উপজেলা যুবদল নেতা, হোসাইন আহমদ ভূঁইয়া সহ অঙ্গ  ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশে বেকারত্ব সমস্যা দুরভীত করে আধুনিক ও আলোকিত নাসির নগর উপজেলা গড়ার লক্ষ্যে আগামী ১২ তারিখ ঘোড়া প্রতীকে আপনাদের মুল্যবান ভোটের মাধ্যমে উপজেলাবাসীর সেবা করার সুযোগ করে দিবেন।

বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য। আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

খ,ম,জায়েদ হোসেস, ব্রাহ্মণবাড়িয়া