দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান গাজীপুরে: তাকে ঘিরে উৎসবের আমেজ

দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুর আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ এবং ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার এই সফরকে গাজীপুরবাসী ও দলীয় নেতাকর্মীরা একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে দেখছেন।
আজ সন্ধ্যায় গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। জনসভাকে কেন্দ্র করে মাঠজুড়ে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে এবং আশপাশের এলাকা ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে।
সর্বশেষ ২০০৬ সালে গাজীপুরে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ দুই দশক পর তার এই উপস্থিতিকে ঘিরে গাজীপুরের পাঁচটি উপজেলা ও মহানগরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার জানান, জনসভায় ২ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন। ইতোমধ্যে শৃঙ্খলা রক্ষা, আপ্যায়ন এবং জরুরি চিকিৎসার জন্য মেডিকেল টিমসহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।
ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল জানান, এই জনসভায় তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’ রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। কৃষি, শিল্প, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই ৩১ দফাকে দেশের উন্নয়নের সুস্পষ্ট রোডম্যাপ হিসেবে তুলে ধরা হবে।
বিএনপি চেয়ারম্যানের সফর ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও জনসভা সফল করতে কাজ করছেন। তারেক রহমান ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে চৌরাস্তা ও শিববাড়ী মোড় দিয়ে রাজবাড়ী মাঠে প্রবেশ করবেন। এই রুটটি যানজটমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি বিএনপির নিজস্ব স্বেচ্ছাসেবক দল মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে।
লামিয়া আক্তার