প্রথম চালানে তিনটি রাফাল পেল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার পৌঁছেছে ফ্রান্সের তৈরি করা তিনটি রাফাল যুদ্ধবিমান। মাল্টি-বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তির আওতায় এই বিমানগুলো পাচ্ছে জাকার্তা।

সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত পুরনো হয়ে যাওয়া সামরিক সরঞ্জাম আধুনিকায়নের লক্ষ্যেই জাকার্তা এ পদক্ষেপ নিয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফ্রান্সের অন্যতম প্রধান অস্ত্র ক্রেতা হিসেবে পরিচিত ইন্দোনেশিয়া দাসো অ্যাভিয়েশনের তৈরি মোট ৪২টি রাফাল যুদ্ধবিমানের অর্ডার দিয়েছে। পাশাপাশি ফরাসি ফ্রিগেট ও সাবমেরিন ক্রয়ের পরিকল্পনাও রয়েছে দেশটির। বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট ও সাবেক বিশেষ বাহিনীর কমান্ডার প্রাবোও সুবিয়ান্তোর অধীনে ইন্দোনেশিয়া তাদের প্রতিরক্ষা বাজেটে ব্যাপক গুরুত্ব দিচ্ছে।

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিকো রিকার্দো সিরাইত এক বার্তায় জানান, বিমানগুলো ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে এবং সেগুলো ব্যবহারের জন্য ইন্দোনেশীয় বিমানবাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত। ২০২২ সালে ফ্রান্সের সাথে আট বিলিয়ন ডলারের এই চুক্তি স্বাক্ষরিত হয়।

গত বছর এই চুক্তির পরিধি আরও বাড়ানো হয়। এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে জাকার্তা উন্নত প্রযুক্তির এই যুদ্ধবিমানগুলোর মালিকানা বুঝে পেয়েছে। সিরাইত আরও জানান, গত শুক্রবারই বিমান তিনটি দেশটিতে এসে পৌঁছায় এবং বর্তমানে সেগুলোকে সুমাত্রা দ্বীপের পেকানবারুতে অবস্থিত রোয়েসমিন নুরজাদিন বিমান ঘাঁটিতে রাখা হয়েছে।

-সাইমুন