বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পে উদ্ভাবনী সক্ষমতাকে একটি প্রাতিষ্ঠানিক ও পরিমাপযোগ্য দক্ষতা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ’ (টাই)। স্টিয়ারিং বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার এএসএম তারেক আমিনের নেতৃত্বে এই প্ল্যাটফর্মটি গঠিত হয়েছে।
২২ জানুয়ারি ঢাকার উত্তরা ক্লাবে টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ (টাই) স্টিয়ারিং বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
দেশের সস্তা শ্রমের সুবিধা কমে আসা, অভ্যন্তরীণ আর্থিক চাপ, জ্বালানি সংকট এবং বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে টিকে থাকতে উদ্ভাবনী মানসিকতার বিকল্প নেই—বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ-র মতো শীর্ষ বাণিজ্য সংগঠনগুলোর এমন উদ্বেগকে আমলে নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কার্যকর উদ্ভাবনের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি
টাই কারখানা, ক্রেতা, ব্র্যান্ড, গবেষক এবং নীতিনির্ধারকদের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এর প্রধান লক্ষ্য হলো পোশাক খাতের প্রতিটি স্তরে উদ্ভাবনকে কর্মক্ষম করে তোলা। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে তিনটি বিশেষ উইং গঠন করা হয়েছে:
রিসার্চ উইং: শিল্পের বাস্তব সমস্যা সমাধানে এপ্লাইড গবেষণার মাধ্যমে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির সংযোগ ঘটাবে। নেতৃত্বে রয়েছেন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।
সেলফ-রেডিনেস ইনডেক্স অ্যান্ড রিকগনিশন উইং: কারখানাগুলোর কমপ্লায়েন্স ও উদ্ভাবনী প্রস্তুতির মানদণ্ড নির্ধারণ ও স্বীকৃতি প্রদান করবে। নেতৃত্বে রয়েছেন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খান।
অনুষ্ঠিত হবে ‘টেক্সটাইল ইনোভেশন এক্সপো’
২০২৬ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) অনুষ্ঠিত হবে টেক্সটাইল ইনোভেশন এক্সপো। এই প্রদর্শনীতে কারখানার উদ্ভাবন ও প্রমাণিত সমাধানগুলো প্রদর্শন করা হবে। একই সাথে ডাইং-প্রিন্টিং, ফাইবার-ইয়ার্ন-ফেব্রিক এবং গার্মেন্টস ইনোভেশন নিয়ে তিনটি আলাদা সাব-এক্সপো অনুষ্ঠিত হবে।
টাই স্টিয়ারিং বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জামান, ইঞ্জিনিয়ার এটিএম মাহবুবুল আলম মিল্টন, ইঞ্জিনিয়ার এএসএম হাফিজুর রহমান নিক্সন, ইঞ্জিনিয়ার মো. আজহার আলী এবং ইঞ্জিনিয়ার শফিউর রহমান। টাই সচিবালয়ে দায়িত্ব পালন করছেন অর্থনীতিবিদ ইনামুল হাফিজ লতিফী এবং ইঞ্জিনিয়ার রাহবার হোসেন।
টাই মনে করে, উদ্ভাবনী এই উদ্যোগ বাংলাদেশের পোশাক শিল্পকে বৈশ্বিক বাজারে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং প্রতিকূলতার মাঝেও প্রতিযোগিতামূলক সক্ষমতা নিশ্চিত করবে।
-সাইমুন










