ফেব্রুয়ারীতে একটি ভালো নির্বাচনের কোন বিকল্প নেই: সাইফুল হক

ঢাকা-১২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক বলেছেন,  বাংলাদেশকে  নতুন কোনো বিপর্যয় থেকে রক্ষা করতে ফেব্রুয়ারীতে একটি ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই।এ কারণে তিনি সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

তিনি বলেন, ঢাকা ১২ আসনে কোদাল মার্কার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেটিকে  ভোটের  গণসুনামিতে রূপ দিতে হবে। সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার পঞ্চম দিনে প্রধান নির্বাচনি কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে তিনি ঢাকা-১২ আসনের ভোটারদের সালাম ও শুভেচ্ছা জানান।

সাইফুল হক বলেন, গত ১৭ বছর ধরে দেশকে দমন-পীড়ন ও লুটপাটের মাধ্যমে  জাহান্নামে পরিণত করেছে। জনগণের ভোটাধিকার হরণ করে রাষ্ট্রযন্ত্রকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচনের মধ দিয়ে এই কালো অধ্যায় থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে।

ঢাকা-১২ আসনের ব্যবসায়ীদের প্রসঙ্গে তিনি বলেন, এ এলাকার ছোট-বড় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজির শিকার। কোদাল মার্কায় আমি নির্বাচিত হলে কোনো ব্যবসায়ীকে আর অন্যায়ভাবে চাঁদা দিতে হবে না।

বিকালে ফার্মগেটে নিজের নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে উপরোক্ত বক্তব্য রাখেন। শেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি কোদাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফার্মগেট  কার্যালয় থেকে জনসংযোগ আরম্ভ করে তেজতুরি বাজার, গ্রীন রোড ও ফার্মগেট অঞ্চলে শেষ করেন।

এই সময় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আনোয়ারুজ্জান আনোয়ারসহ হাজারো নেতা কর্মী উপস্থিত ছিলেন।

-সাইমুন