নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র টিকবে না: ডা. জাহিদ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে অবাধ ও সুষ্ঠু করতে সবাইকে কাজ করতে হবে। কেউ এই নির্বাচনকে বিতর্কিত করতে অপপ্রচার চালাতে পারে, তবে জনগণের সামনে কোনো ষড়যন্ত্রই টিকবে না বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

আজ সোমবার দুপুরে হিলির ধরন্দা ও পল্লী বিদ্যুৎ এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, “প্রতিপক্ষ দলের প্রার্থী রাজনৈতিক পরিবেশ ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। তারা রঙিন ব্যানার ঝুলিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ উল্টো আমাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হচ্ছে।” এ সময় তিনি দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ খান ও সাধারণ সম্পাদক মো. নাজমুল হকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

-আলী মুর্তজা সরকার, দিনাজপুর