অভিনয়ে সিরিয়াস স্নিগ্ধা

স্নিগ্ধা হোসেইন এ প্রজন্মের অভিনয়শিল্পী। বর্তমানে নাটকের শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গেল বছর ৩১ অক্টোবর প্রেক্ষাগৃহে আসে স্নিগ্ধা অভিনীত সবুজ খান পরিচালিত ‘ বেহুলা দরদী’। ছবিতে তার উপস্থিতি নজর কেড়েছে। পরবর্তীতে ১৮ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ছবিটি।

স্নিগ্ধা বললেন, শ্যুটিংয়ের জন্য চলচ্চিত্র উৎসবে উপস্থিত হতে পারিনি। মন খারাপ হয়েছে। কিন্তু যখন শুনলাম হল দর্শকে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, অনেকে দাঁড়িয়ে ছবি দেখেছে তখন মন ভালো হয়ে গেছে। যারা দেখেছে তারা প্রশংসা করেছে। ঢাকার বাইরের প্রেক্ষাগৃহেও প্রচুর দর্শক হয়েছিল মুক্তির পর।

স্নিগ্ধা এর আগে রাশেদ শামীম স্যাম পরিচালিত ‘পোস্টমাস্টার ৭১’ ছবিতে অভিনয় করেছিলেন। বড়পর্দা নিয়ে ভাবনার কথা জানতে চাইলে বললেন, গল্পভিত্তিক চলচ্চিত্র হলে অবশ্যই কাজ করবো। চরিত্রের গুরুত্ব থাকলে কাজ করতে কার না ভালো লাগবে।

ঈদের কাজ শুরু না হলেও কয়েকটি খন্ড নাটকের কাজ শেষ করেছেন স্নিগ্ধা। তিনি বললেন, রাজিব মণি দাসের তিনটি নাটকের শ্যুটিং করেছি। অনন্ত জাহিদের প্রবাসী বাবার রাজকন্যা এবং আমার ভালোবাসার মৃত্যু নাটক দুটির কাজ শেষ হয়েছে। এবারই প্রথম রিনা খানের সাথে কাজ করলাম। এ ছাড়া ধারাবাহিক নাটক চলছে এটিএন বাংলায় ক্রাইম পেট্রল। তানভীর আহমেদ সেজানের পরিচালনায় শ্যুটিং চলছে লেডি গ্যাংস্টার ধারাবাহিকের।

স্নিগ্ধার অভিনয় শুরু প্রায় দশ বছর আগে। উন্মুক্ত থিয়েটারের মাধ্যমে তার অভিনয় শুরু। তারপর টেলিভিশনে পা রাখেন তিনি। বর্তমানে দৃষ্টিপাত নাট্য সংসদের নিয়মিত অভিনয় কর্মী স্নিগ্ধা। তিনি বললেন, শুরুতে কাজের প্রতি সিরিয়াস ছিলাম না। দ্বিধায় থাকতাম। নিজের প্রতি আত্মবিশ্বাস ছিলো না। এখন তো অভিনয় আমার পেশা। একসময় ইউটিউবে প্রচুর কাজ হতো। সেটি কমে গেছে। এখন আস্তে আস্তে কাজের পরিমাণ বাড়ছে।
স্নিগ্ধা অভিনীত উল্লেখযোগ্য কিছু নাটক হলো – বাবার ছেলে, দুঃস্বপ্নের রাত, মায়ের কষ্ট, রেশমি তুমি কার, কমলা, ঠিকানা বদল, বর্তমান, শঙ্খ, বোকা বোকা প্রেম, বেক্কেল জামাই, অনিশ্চিত বিদেশ যাত্রা, নব্বই দিন, মানি মার্চেন্ট, মন ডাকাতির দিন, সিনবাদ, শবনম, বাসর ঘরে চোর, কার বিয়ে কে করে, বিবাহখানা, কিলার, মায়ার সংসার, জুয়ারীর সংসার, মায়ের লাশ, হেনা তুমি কার, প্রবাসী দুঃখ, রিক্সাওয়ালার বউ, বেইমান স্বামী, বড় মা, আধুনিক চোর, চার বউ এক স্বামী, দুই জুয়াড়ি, ঈদের জামা, আপন পর, ধাক্কা, চান্দের মতো বউ, গরিবের বন্ধু নাই ২, বাসর হবে, প্রবাসের অন্তরালে, সন্দেহের আগুন, সীমার, কে আপন কে পর, বিয়ে বাড়িতে চোর, ক্রাইম ফিকশন ইত্যাদি।

সবশেষে আগামীর পরিকল্পনা জানালেন স্নিগ্ধা, প্রথম মাস ভালোই কেটেছে। যাদের সাথে এখনও কাজ করা হয়নি তাদের সাথে কাজের ইচ্ছে। নতুন মানুষের সাথে মিশলে অভিজ্ঞতা বাড়ে। আমিও অভিনয়ের নানান কৌশল শিখতে পারবো। আর অভিনয় নিয়েই থাকতে চাই। হোক সেটি নাটক কিংবা সিনেমা।

মাহমুদ সালেহীন খান