সংশোধিত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি গত রবিবার রাতে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন, যার মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় কমিশনে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দেশের বিচার প্রশাসনের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত ‘সুপ্রিম কোর্ট সচিবালয় কমিশন’-এর কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে। গত ২৫ জানুয়ারি রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর গেজেট প্রকাশিত হয়।

অধ্যাদেশের সংশোধিত ১০ ধারা অনুযায়ী, সুপ্রিম কোর্ট সচিবালয় কমিশনের সদস্য তালিকায় এখন থেকে ‘বাংলাদেশের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি’ অন্তর্ভুক্ত থাকবেন। প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত এই কমিশনের অন্য সদস্যরা হলেন— আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টা, প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারক, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন এবং অ্যাটর্নি জেনারেল।

এই কমিশন মূলত বিচার বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদানের দায়িত্ব পালন করবে। এছাড়া কমিশন তার নিজস্ব কার্যপদ্ধতি নির্ধারণের ক্ষমতা রাখবে। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, সাবেক প্রধান বিচারপতির অন্তর্ভুক্তি কমিশনের কার্যক্রমে অধিকতর অভিজ্ঞতা ও পেশাদারিত্ব নিশ্চিত করবে।

উল্লেখ্য, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও নির্বাহী বিভাগ থেকে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার ধারাবাহিকতায় এই কমিশন গঠন করা হয়েছে। নতুন এই সংশোধনীর ফলে বর্তমান ও সাবেক বিচার বিভাগীয় শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে বিচার প্রশাসনের তদারকি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

মালিহা