জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ইশমামুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়ায় শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়।
এই পদযাত্রায় নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জোবাইরুল হাসান আরিফ এবং দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাঈদ জানান, লোহাগাড়ায় জিয়ারত শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা সড়কপথে বোয়ালখালীর উদ্দেশে রওনা হন। সেখানে চট্টগ্রাম-৮ আসনের প্রার্থীর সমর্থনে একটি বিশাল নির্বাচনী পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁদের।
পদযাত্রাকালে আসিফ মাহমুদ বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের রক্তের ঋণ শোধ করতে এবং তাঁদের স্বপ্নের সাম্যভিত্তিক ও ন্যায়বিচারপূর্ণ বাংলাদেশ গড়তে এনসিপি নির্বাচনী লড়াইয়ে নেমেছে। এই পদযাত্রা কেবল ভোট নয়, বরং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি সারাদেশে শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্যে কাজ করছে। চট্টগ্রামের আসনগুলোতে তরুণ ও জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধাদের প্রার্থী করে আলোচনায় রয়েছে দলটি।