নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০ দলীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ তাঁর নির্বাচনী এলাকার উন্নয়নে বড় ধরণের প্রশাসনিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) রাতে জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে এনসিপির কার্যালয় উদ্বোধন ও পথসভায় তিনি এসব ঘোষণা দেন।
আব্দুল হান্নান মাসউদ তাঁর বক্তব্যে বলেন, “আমি নির্বাচিত হলে জাহাজমারা ইউনিয়নকে একটি পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর করব এবং বুড়িরচর ইউনিয়নকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হবে।” এছাড়া উচ্চশিক্ষার পথ সুগম করতে জাহাজমারা কমিউনিটি কলেজকে অনার্স ও মাস্টার্স পর্যায়ে উন্নীত করার অঙ্গীকার করেন তিনি।
পথসভায় তিনি বলেন, “আমি সেই মানুষগুলোর প্রতিনিধি হয়ে লড়ছি যাদের সিএনজি স্ট্যান্ডে চাঁদা দিতে হয়। আমাদের কৃষক ও জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে যায়, কিন্তু তারা আজ সন্ত্রাসীদের হুমকি ও ভয়ে তটস্থ।” তিনি আরও যোগ করেন, সাধারণ মানুষ প্রশাসনকে ভয় পায় না, কেবল সন্ত্রাসীরাই প্রশাসনকে ভয় পায় বলেই তারা আজ পালিয়ে বেড়াচ্ছে।
নিঝুম দ্বীপের যাতায়াত ব্যবস্থা আরও সহজ করার লক্ষ্যে জাহাজমারা থেকে মোক্তারিয়া ঘাট পর্যন্ত মহাসড়কের আদলে একটি আধুনিক সড়ক নির্মাণের ঘোষণা দেন তিনি। হাতিয়ার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দেন এই প্রার্থী।
এনসিপি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আলা উদ্দিন, জাহাজমারা ইউনিয়ন জামায়াতের আমির মাহবুবুর রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট নোমান সিদ্দিকীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, আব্দুল হান্নান মাসউদ গত বছরের ২৪ মার্চ জাহাজমারা বাজারে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন, যার প্রতিবাদে তিনি ছাত্র-জনতাকে নিয়ে দীর্ঘ সময় আন্দোলন করেছিলেন। নির্বাচনী লড়াইয়ে তাঁর এই ‘উপজেলা করার ঘোষণা’ স্থানীয় ভোটারদের মধ্যে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।