বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলা শাখার আহ্বায়ক আরিফ নুরুল আমিন-এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ স্বপদে পূর্ণভাবে পুনর্বহাল করা হয়েছে।দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) এ আদেশ কার্যকর হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে তাঁর বিরুদ্ধে জারিকৃত সকল সাংগঠনিক বিধিনিষেধ বাতিল করা হয়েছে এবং তিনি পূর্বের ন্যায় দলের সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন। দলীয় সূত্র জানায়, আরিফ নুরুল আমিনের পক্ষ থেকে দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে বিষয়টি কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা করা হয়। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সর্বসম্মতিক্রমে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করে।বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান ২৫ জানুয়ারি এ সিদ্ধান্তে আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেন।
এ বিষয়ে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ-আল-মামুন বিষয়টি নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য সুসংহত করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
স্থানীয় দলীয় নেতাকর্মীরা জানান, আরিফ নুরুল আমিন পুনর্বহাল হওয়ায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। নেতাকর্মীদের মধ্যে এ সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে এবং দলীয় কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। কেন্দ্রীয় নেতৃত্বের এ সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ে দলের ঐক্য ও শৃঙ্খলা আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আমিনুল ইসলাম আহাদ, ব্রাহ্মণবাড়িয়া










