মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি

মানিকগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে দুইজন অঙ্গীভূত আনসার সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়েছে যে অভিযুক্তদের এ ধরনের অনৈতিক ও নিন্দনীয় কর্মকাণ্ড সম্পূর্ণ ব্যক্তিগত অপরাধ। এর দায় কোনোভাবেই বাহিনীর প্রাতিষ্ঠানিক আদর্শ, নৈতিকতা বা শৃঙ্খলার ওপর বর্তায় না।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট আনসার সদস্যদের দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে এবং কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করছে বলেও জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগণের আস্থা, মানবিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। অনৈতিক ও মানবাধিকার পরিপন্থি যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

-এমইউএম