‘দুধ-কলায় পোষা সাপ’ মন্তব্যে উত্তাপ ছড়াল শিবগঞ্জের জনসভায়

“যে দল স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই দলই এখন বলছে ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন করবে”—এমন মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মীর শাহে আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া-২ শিবগঞ্জ আসনে জনসভা, পথসভা ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন তিনি।

শিবগঞ্জ উপজেলার দাড়িদহ খেলার মাঠে এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মীর শাহে আলম। তিনি বলেন, “বিগত সময়ে বিএনপি তাদের দুধ-কলার মতো আদর করে বড় করেছে। আর এখন তারাই বিএনপির বিরুদ্ধাচরণ করছে।” তিনি আরও বলেন, “দুধ-কলায় পোষা বিষধর সাপদের জন্য তারেক রহমান লন্ডন থেকে বীন নিয়ে আসছেন।”

মীর শাহে আলম বলেন, গ্রামবাংলার মা-বোনদের কল্যাণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিয়েছেন। কৃষকদের জন্য কৃষি কার্ড এবং বস্তিতে বসবাসরত মানুষদের শিক্ষার আলোয় আলোকিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বক্তব্যে তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় নারী শিক্ষার প্রসারে বিনামূল্যে নানা কর্মসূচি গ্রহণ করেছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশবাসী বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শেষাংশে মীর শাহে আলম ময়দানহাট্টা ইউনিয়নের ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ভোট প্রত্যাশা করেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

জনসভার খবর পেয়ে অনেক আগেই মাঠে এসে জড়ো হন হাজারো নারী-পুরুষ। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন বগুড়া জজকোর্টের জিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সহ-সভাপতি এস এম তাজুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরাও বক্তব্য দেন।

গোলাম রব্বানী শিপন, মহাস্থান/