অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২, সাদুল্লাপুরের ইউপি চেয়ারম্যান রাশেদ গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি এ আর এম মাহফুজার রহমান রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশজুড়ে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’-এর আওতায় শনিবার (৩ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার পুরাণ লক্ষ্মীপুর এলাকায় একটি জানাজা নামাজে অংশ নিতে গিয়েছিলেন চেয়ারম্যান রাশেদ (রাসেল)। জানাজা শেষে বাড়ি ফেরার পথে নূরপুর আমেরতল এলাকা থেকে তাকে আটক করে সাদুল্লাপুর থানা পুলিশ।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

উল্লেখ্য, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সন্ত্রাসী ও ফ্যাসিস্ট দমনে দেশজুড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’ চলমান রয়েছে। এই অভিযানের আওতায় গত কয়েক দিনে গাইবান্ধাসহ সারাদেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মাহফুজার রহমান রাশেদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি হওয়ার পাশাপাশি বর্তমান ইউপি চেয়ারম্যান হিসেবে এলাকায় বেশ পরিচিত। তার গ্রেপ্তারের খবরে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

-লামিয়া আক্তার