ঠাকুরগাঁওয়ের বড় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান জেলার তিনটি সংসদীয় আসনের জন্য জামায়াতে ইসলামীর মনোনীত তিনজন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।
প্রতীক তুলে দেওয়ার সময় ডা. শফিকুর রহমান বলেন, “আমি এই তিনজনকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি, জামায়াতে ইসলামীর প্রার্থীরা নির্বাচিত হলে তারা জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং জনগণের চৌকিদার হয়ে কাজ করবেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য হলো জনগণের সেবা করা এবং জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা। ক্ষমতার অপব্যবহার নয়, বরং জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই তাদের রাজনৈতিক অঙ্গীকার।
জনসভায় বক্তব্যে ডা. শফিকুর রহমান উত্তরবঙ্গকে দেশের কৃষি রাজধানী হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন। তিনি বলেন, পরিকল্পিত কৃষি উন্নয়ন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি ব্যবস্থার মাধ্যমে উত্তরবঙ্গকে একটি সমৃদ্ধ কৃষিভিত্তিক অঞ্চলে রূপান্তর করা হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) বিকাল ৪টায় ঠাকুরগাঁও জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।