শেরপুরে চোরাই পথে আসা প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলা এবং পার্শ্ববর্তী হালুয়াঘাট সীমান্ত দিয়ে চোরাই পথে পাচারকালে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, স্যুট ও প্যান্টের কাপড়, গরু এবং মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার দিবাগত রাতে পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর সদস্যরা।

রোববার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝোলগাঁও এবং ঝিনাইগাতি উপজেলার হাতির টং এলাকা দিয়ে পাচারের সময় ভারতীয় সানম্যাক্স লাক্সারী স্যুট ও প্যান্টের কাপড়, বেনারসি শাড়ি এবং কম্বল জব্দ করেন টহলরত বিজিবি সদস্যরা।

একই রাতে নালিতাবাড়ী উপজেলার রঙ্গনপাড়া এলাকা এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালী এলাকা দিয়ে পাচারের সময় ভারতীয় ১৩টি গরু জব্দ করা হয়।

এ ছাড়া ঝিনাইগাতি উপজেলার মানিককুড়া এবং শ্রীবরদী উপজেলার চুকচুকি এলাকা দিয়ে পাচারের সময় ভারতীয় মদ জব্দ করে বিজিবির টহল দল।

বিজিবি জানায়, জব্দকৃত এসব চোরাই পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

-জাফর আহাম্মদ,শেরপুর