ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণার পর জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে নির্বাচন অফিসগুলোর সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পুলিশের মহাপরিদর্শককে পাঠানো এ সংক্রান্ত চিঠি থেকে এই তথ্য জানা যায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা করবে নির্বাচন কমিশন (ইসি), যাতে সবাই শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ফিরে যেতে পারেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।










