মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তরে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইডেনের ঐতিহ্যবাহী উপসালা বিশ্ববিদ্যালয়, যেখানে বাংলাদেশিরাও আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
উচ্চশিক্ষার জন্য ইউরোপের অন্যতম জনপ্রিয় দেশ সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপের ঘোষণা দিয়েছে। ১৪৭৭ সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়টি তিনটি ভিন্ন ক্যাটাগরিতে মেধাবী শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের এই সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন দেশগুলোর শিক্ষার্থীরা আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘উপসালা ইউনিভার্সিটি গ্লোবাল স্কলারশিপ’, ‘কিং কার্ল গুস্তাফ স্কলারশিপ’ এবং ‘অ্যান্ডার্স ওয়াল স্কলারশিপ’—এই তিন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। এর মধ্যে গ্লোবাল স্কলারশিপটি মূলত বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য বরাদ্দ। নির্বাচিত প্রার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। তবে আবাসন ও দৈনন্দিন খরচ শিক্ষার্থীদের নিজস্ব তহবিল থেকে বহন করতে হবে।
আবেদনের যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীর মেধার পাশাপাশি আর্থিক অসচ্ছলতাকে গুরুত্ব দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পোর্টালে প্রয়োজনীয় নথিপত্র ও আবেদন ফি জমা দিতে হবে। আধুনিক শিক্ষাব্যবস্থা ও উন্নত জীবনমানের দেশ সুইডেনে উচ্চশিক্ষা গ্রহণ শেষে শিক্ষার্থীদের বৈশ্বিক ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে এই স্কলারশিপটি বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মালিহা










