সম্প্রতি সুইমিং পুলসহ মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের নেওয়া এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার।রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ সমালোচনা করেন তিনি।ফেসবুক পোস্টে আব্দুন নুর তুষার লিখেন, ‘বৈষম্য দূর করবে কি উল্টো সুইমিং পুলসহ মন্ত্রীদের ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানাবে এই সিদ্ধান্ত নিয়েছে এই সরকার।
দেশের কতটি পরিবার ২০০০ বর্গফুটের বেশি জায়গা নিয়ে থাকে? আপনারা জানেন তো মন্ত্রীদের বাড়ির আসবাব থেকে তৈজসপত্র সব সরকারি। আসবাব কাঠের হয়। এটা পরিষ্কার রাখার খরচ কতো? টয়লেট কয়টা? হারপিক লাগবে কয় টাকার।’তিনি আরো লিখেন, ‘মনে আছে নিশ্চয়ই তারা আসার পর বলেছিলো সরকারের খরচ কমাবে।বলেছিলো উন্নয়নের নামে অপচয় হয়েছে। এখন এটা কি? সাধারণ এমপি আর মন্ত্রীর মধ্যেই বৈষম্য। আমজনতা তো দূরের বিষয়! মন্ত্রীরা মনে হয় ফ্ল্যাটের মধ্যে জগিং করবে। ফুটসাল খেলবে।-সাইমুন