মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ মালদ্বীপকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোববার দুপুরে থাইল্যান্ডে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করে সাবিনা খাতুনের দল।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশকে নিয়ে লিগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে ছয় ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সমান ম্যাচে ভুটান ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকে।

শেষ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটসাল খেলতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধেই ৬-১ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরেন সাবিনা-মাসুরারা। দ্বিতীয়ার্ধে আরও ৮টি গোল যোগ করে তারা। ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুন একাই করেন সর্বোচ্চ ৪ গোল। পুরো টুর্নামেন্টে তার গোলসংখ্যা ১৩, যা সর্বোচ্চ।

সাবিনা খাতুনের নেতৃত্বে নতুন এক ইতিহাস গড়ল বাংলাদেশের নারী দল। এর আগে তার নেতৃত্বে বয়সভিত্তিক টুর্নামেন্টে একাধিক শিরোপা জিতেছে বাংলাদেশ। সাফ ফুটবলের পর এবার সাফ ফুটসালেও চ্যাম্পিয়ন হয়ে নজির স্থাপন করল লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই ধারণা করেছিলেন, ফুটসালে অভিজ্ঞতার অভাবে হয়তো শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়বে বাংলাদেশ। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে প্রথম আসরেই অপরাজিত চ্যাম্পিয়ন হলো সাবিনা, কৃষ্ণা রাণী সরকার ও মাসুরা পারভীনদের দল।

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে নিজেদের সামর্থ্যের জানান দেয় বাংলাদেশ। ভুটানের সঙ্গে ড্র করায় কিছুটা শঙ্কা তৈরি হলেও পরের ম্যাচগুলোতে নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত মালদ্বীপের বিপক্ষে বড় জয় দিয়ে উৎসবের সমাপ্তি টানে বাংলাদেশের মেয়েরা।

-এমইউএম