বর্ণাঢ্য আয়োজনে বরমী বাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয়ের মাঠ ছিল শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও কলকাকলিতে মুখরিত।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের সভাপতি শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ব্যরিস্টার সজীব আহমেদের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য মোঃ হাবিবুল্লাহ ফকির হাবিব৷ জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ বারী তারেক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক ও বর্তমান সদস্যগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস এম লতিফ লিটন,পরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর৷ উদ্বোধনী বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ বারী তারেক বলেন, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই।বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের সহস্রাধিক ছাত্র-ছাত্রীরা প্রায় ৮০টি ইভেন্টে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নৃত্য ও সমসাময়িক বিষয়ের ওপর নাটিকা পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ ডিসপ্লে ও পিটিপ্যারেড অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ৷ সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রতিযোগিতায় জয়-পরাজয় বড় কথা নয়, বরং অংশগ্রহণই মূল সার্থকতা। বরমী বাজার উচ্চ বিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের মেধা বিকাশে বদ্ধপরিকর।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, স্থানীয় সুধীজন এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

-মাহমুদুল হাসান, শ্রীপুর,গাজীপুর