আরফাত রহমান কোকোর স্মরণে শাজাহানপুরে দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরফাত রহমান কোকোর ১১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আরফাত রহমান কোকো স্মৃতি সংসদ খোট্টাপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে দোয়া মাহফিল এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি এবং জেলা বিএনপির অন্যতম কার্যনির্বাহী সদস্য জননেতা অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এস এম রবিউল হাসান দারুন এবং জেলা শাখার সহ-সভাপতি আমিনুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অভ্র মেহেদী। আরও উপস্থিত ছিলেন আরফাত রহমান কোকো স্মৃতি সংসদ শাজাহানপুর উপজেলা শাখার আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক ইনছান ও আতিক।

খোট্টাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মর্তুজা মাহমুদ অনুষ্ঠানে অংশ নেন। চুপিনগর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, আমরুল ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বিপুল ও প্রচার সম্পাদক মিলন উপস্থিত ছিলেন।

এছাড়া আশেকপুর ইউনিয়ন শাখার সভাপতি ইউসুফ আলী, মাদলা ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হক, খোট্টাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু বক্কর, চোপিনগর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব আব্দুল মমিন এবং শাজাহানপুর উপজেলা ছাত্রদল নেতা রাকিব, আলিফ, নাজমুল ও রিফাতসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও খোট্টাপাড়া ইউনিয়নের সাধারণ জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শাহাদাত হোসেন,বগুড়া/