মাদারীপুর শিবচরে মানসিক ভারসাম্যহীন কিশোরীর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের শিবচরে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে শিবচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম হালিমা খাতুন (১২)। পরিবার সূত্রে জানা গেছে, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। হালিমা তার মা কাকলি বেগমের সঙ্গে শিবচর পৌর এলাকার লিটন মিয়ার বাড়িতে ভাড়াবাসায় বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি শিবচর উপজেলার সাড়ে এগারো রশি এলাকায়।

স্থানীয়দের বরাতে জানা যায়, হালিমার বাবা হানিফ খান প্রায় পাঁচ বছর আগে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে তার মা কাকলি বেগম বিভিন্ন বাড়িতে কাজ করে সংসার চালিয়ে আসছিলেন। তিন বোনের মধ্যে হালিমা ছিল সবার বড়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে কয়েকজন শিশু ঘরের বাইরে হালিমাকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাবিবুর রহমান সুমন
মাদারীপুর জেলা