ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা তাঁর কর্মী-সমর্থকদের প্রতি ভোটকেন্দ্র পাহারার এক ব্যতিক্রমী আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ বাজারে এক পথসভায় তিনি বলেন, “১১ তারিখ বিকেল থেকে ১২ তারিখ ভোট গণনা পর্যন্ত কেন্দ্র খেয়াল রাখবেন; যেন আমার একটি হাঁসও শিয়াল চুরি না করে, আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয়।”
দেশের সব নাগরিকের সমান অধিকারের কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, “আমার এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমানসহ বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। বাংলাদেশে ‘রাম’-এর যে অধিকার আছে, ‘রহিম’-এরও সেই অধিকার আছে। আমি কোনো বৈষম্য হতে দেব না। এখানে ওয়াজ যেমন হবে, কীর্তনও হবে।” তিনি নিজেকে এলাকার সন্তান ও মেয়ে হিসেবে পরিচয় দিয়ে ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা যেহেতু আমাকে ভোট দিচ্ছেন, তাই এই নির্বাচন আপনাদের। আপনারা আমার হয়ে ‘হাঁস’ মার্কায় ভোট চাইবেন।”
রুমিন ফারহানা তাঁর বক্তব্যে ‘হাঁস’ মার্কাকে সমৃদ্ধি, শান্তি ও গণতন্ত্রের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি ভোটারদের প্রশ্ন করেন তারা চাঁদাবাজি ও মামলা-বাণিজ্যের পক্ষে কি না। উপস্থিত জনতা ‘না’ সূচক উত্তর দিলে তিনি বলেন, “ব্যক্তি যদি সৎ না হয় তবে উন্নয়ন হবে না। যদি মামলাবাজ ও চাঁদাবাজকে নির্বাচিত করা হয় তবে এলাকায় শান্তি থাকবে না।” তিনি প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে এলাকার যুবকদের স্বাবলম্বী করতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা বলেন, “আমার কোনো দল নেই, কোনো হাইকমান্ড নেই। আমার এলাকার মানুষই আমার হাইকমান্ড। আপনারা যে উন্নয়ন চাইবেন, আমি আপনাদের প্রতিনিধি হিসেবে সেই কাজ করব ইনশা আল্লাহ।” তিনি এলাকার সার কারখানা ও প্রাকৃতিক সম্পদ থাকার পরেও উন্নয়ন না হওয়ার পেছনে যোগ্য জনপ্রতিনিধির অভাবকে দায়ী করেন।