এবার উদাসীন পেঙ্গুইনের সাথে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

ইন্টারনেট দুনিয়ায় বর্তমানে অন্যতম আলোচিত নাম নিহিলিস্ট পেঙ্গুইন (উদাসীন পেঙ্গুইন)। আর সেই ভাইরাল ট্রেন্ডে এবার যোগ দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে সম্প্রতি একটি এআই-জেনারেটেড ছবি শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প বরফে ঢাকা গ্রিনল্যান্ডের পাহাড়ের দিকে একটি পেঙ্গুইনের সাথে হেঁটে যাচ্ছেন।

ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে পেঙ্গুইনটিকে গ্রহণ করুন। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে।

মূলত ২০০৭ সালে মুক্তি পাওয়া জার্মান নির্মাতা ওয়ার্নার হারজগের একটি ডকুমেন্টারি থেকে এই পেঙ্গুইন ট্রেন্ডের শুরু। সেখানে দেখা যায়, একটি পেঙ্গুইন তার দল ছেড়ে সমুদ্রের দিকে না গিয়ে একা একা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। নেটিজেনরা এই দৃশ্যটিকে আধুনিক জীবনের ক্লান্তি, একাকীত্ব বা বিদ্রোহের প্রতীক হিসেবে দেখছেন। একে ‘নিহিলিস্ট পেঙ্গুইন’ নাম দিয়েছেন।

হোয়াইট হাউসের শেয়ার করা ছবিতে পেঙ্গুইনটির হাতে একটি মার্কিন পতাকা দেখা যায় এবং গন্তব্য হিসেবে গ্রিনল্যান্ডের পতাকা চিহ্নিত পাহাড়কে দেখানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই রসিকতার আড়ালে গ্রিনল্যান্ড দখলের পুরনো মার্কিন আকাঙ্ক্ষাকেই নতুন করে উসকে দিয়েছেন ট্রাম্প। এর আগেও তিনি একাধিকবার ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চলটি কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। যদিও বিজ্ঞানীরা বলছেন, পেঙ্গুইনের এমন একা চলা কোনো দার্শনিক বার্তা নয় বরং পথ হারানো বা শারীরিক অসুস্থতার লক্ষণ, তবুও ইন্টারনেটে ট্রাম্পের এই পোস্টটি এখন টক অফ দ্য টাউন। কেউ কেউ একে চতুর রাজনৈতিক প্রচার হিসেবে দেখছেন, আবার অনেকে একে স্রেফ অপ্রাসঙ্গিক তামাশা বলে উড়িয়ে দিচ্ছেন।

-সাইমুন