যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন- খায়রুল হোসেন কামরুল (২০) ও মো. ইয়াসিন (২৭)। দুজন একই মোটরসাইকেলে ছিলেন।

শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত ১১টায় খায়রুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিনও মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা মাহাদি ইসলাম জানিয়েছেন, শনির আখড়া এলাকা দিয়ে যাওয়ার সময়ে মুরগিবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন দুজন। পড়ে থাকা অবস্থায় থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

-সাইমুন