গাজীপুরের কোনাবাড়ী মেট্রো থানা এলাকায় যমুনা ডেনিম লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালের এই ঘটনায় পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যমুনা ডেনিম নামের কারখানায় শ্রমিকরা আট দফা দাবি নিয়ে কারখানার সামনে জড়ো হন। শ্রমিকরা তাদের দাবি-দাওয়া বাস্তবায়নের জন্য বিক্ষোভ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়। পরে পুলিশের সঙ্গে শ্রমিকদের কথাকাটাকাটির এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হন।
এ বিষয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি কারখানা কর্তৃপক্ষ। পুলিশ ও শ্রমিকের সংঘর্ষের পর কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোর্শেদ জামান বলেন, আঞ্চলিক সড়ক অবরোধ করা হলে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিতে চান তারা। এ সময় শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
-সাইমুন










