কারও সঙ্গে অন্যায় নয়, প্রতিশোধ নয়: আন্দালিব রহমান পার্থ

সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ ভোলা গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও বিএনপির জোট সমর্থিত ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আজ শনিবার দুপুরে ভোলা নতুন বাজার চত্বরে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

এর আগে আন্দালিব রহমান পার্থ বরিশাল থেকে নৌপথে ভোলার খেয়াঘাটে এসে পৌঁছান। সেখানে তাঁকে হাজার হাজার মানুষ ফুলেল শুভেচ্ছা ও স্লোগান দিয়ে বরণ করে নেয়। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রথমবার ভোলায় আসেন তিনি।

ভোলা খেয়াঘাটে নাগরিক সংবর্ধনায় ব্যারিস্টার আন্দালিব পার্থ বলেন, ‘আসুন, সকল ভেদাভেদ ভুলে ভোলাকে গড়ি। কোনো দলের বা মার্কার না হয়ে পার্থ হবে সবার। আমরা কারও সঙ্গে অন্যায় করতে চাই না, আমরা কোনো প্রতিশোধ নিতে চাই না। মানবিক ও শান্তির ভোলা গড়তে চাই, যেখানে চাঁদাবাজি হবে না, লুটপাট হবে না। যেখানে টেন্ডারবাজি হবে না, যেখানে সালিশ করে পয়সা খাওয়া হবে না।’

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আমার জামায়াতের ভাই, ইসলামী আন্দোলনের ভাই, রাজনৈতিক দলের সবাইকে বলি, আপনারা যদি মনে করেন– আমার চেয়ে যোগ্য প্রার্থী আছে ভোলাকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার মতো, তাহলে আমাকে বলেন, আমি ভোট তাকে দেব। আর আপনারা যদি মনে করেন, এই ভোলাকে বাংলাদেশের বুকে ও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য পার্থ যোগ্য; আপনারা যদি বুকে হাত দিয়ে চিন্তা করেন, ভোলা-বরিশাল সেতু কে আনতে পারবে? মেডিকেল কলেজের জন্য সংসদে দাঁড়িয়ে সরকারকে বলতে পারবে– ভোলায় সেতু, মেডিকেল কলেজ করা দরকার।’ এমন প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

খেয়াঘাট থেকে শহরের উকিলপাড়ার শান্ত নীড় পর্যন্ত সড়কে হাজার হাজার নারী-পুরুষ আন্দালিব রহমান পার্থকে ফুল ছিটিয়ে, স্লোগান দিয়ে শুভেচ্ছা জানায়। জবাবে তিনি ছাদখোলা গাড়ি থেকে জনগণকে শুভেচ্ছা জানিয়ে নিজের পক্ষে সমর্থন চান।

-সাইমুন