নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে নিগার সুলতানার দল। এর ফলে গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে আগেই নিশ্চিত করা সুপার সিক্স পর্বে জায়গা আরও শক্ত করল বাংলাদেশ।
কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের দেওয়া ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে আয়ারল্যান্ড। ওপেনার অ্যামি হান্টার রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার সময় ৭.৩ ওভারে দলের সংগ্রহ ছিল ৫৩ রান। ১০.৪ ওভারে ৭১ রান তোলার পর প্রথম উইকেট হারায় আইরিশরা। হান্টারের বদলে নামা ওরলা প্রেন্ডারগাস্ট ১২ রান করে আউট হন।
অধিনায়ক গ্যাবি লুইস খেলেন লড়াকু ইনিংস। ৫৮ বল মোকাবিলা করে তিনি করেন ৭৩ রান। তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত ও টাইট বোলিংয়ে ধীরে ধীরে ছন্দ হারায় আয়ারল্যান্ড। শেষ ৪ ওভারে তাদের প্রয়োজন ছিল ৪৩ রান, হাতে ছিল ৮ উইকেট। কিন্তু চাপ সামলাতে না পেরে নির্ধারিত ২০ ওভার শেষে তারা থামে ১৪৪ রানে।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন স্বর্ণা আক্তার, যিনি দুটি উইকেট নেন।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি—দলীয় ১৩ রানে আউট হন ওপেনার জুরাইয়া ফেরদৌস (১১)। তবে দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়ে ইনিংস গুছিয়ে নেন দিলারা আক্তার ও শারমিন আক্তার। দিলারা ২৭ বলে ৩৫ রান করে আউট হলেও ফিফটি তুলে নেন শারমিন। তিনি ৪৫ বলে করেন ৫২ রান।
শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করেন সোবহানা মোস্তারি। মাত্র ১৬ বলে ৩০ রান করে দলের স্কোর নিয়ে যান ১৫৩-এ। নির্ধারিত ওভার শেষে এটিই ছিল বাংলাদেশের চূড়ান্ত সংগ্রহ।
আয়ারল্যান্ডের হয়ে জেনি মেগুইরি ও আর্লেনি কেলি দুটি করে উইকেট শিকার করেন।
-এমইউএম










