হিজাব না পরায় আফগান তরুণী কারাগারে, মুক্তি পেলেন খাদিজা

খাদিজা আহমাদজাদা

আফগানিস্তানে ২২ বছর বয়সী খাদিজা আহমাদজাদা ১৩ দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন। তিনি পশ্চিমাঞ্চলের হেরাত শহরের কাছে একটি তায়কোয়ান্দো ব্যায়ামাগার পরিচালনা করতেন। তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের সুপ্রিম কোর্টের মুখপাত্র তার মুক্তির বিষয় নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

খাদিজার বিরুদ্ধে অভিযোগ ছিল—‘সঠিক নিয়মে’ হিজাব না পরা, গান চালানো এবং ব্যায়ামাগারে নারী ও পুরুষ উভয়কে একসঙ্গে ব্যায়ামের সুযোগ দেওয়া। আফগানিস্তানের পাপ প্রতিরোধ ও সদ্‌গুণবিষয়ক মন্ত্রণালয় তাকে গ্রেপ্তার করে।

মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, নিয়ম ভঙ্গের ঘটনায় খাদিজাকে আগে সতর্ক করা হয়েছিল। তালেবানের ক্ষমতা গ্রহণের পর থেকে নারীদের ব্যায়ামাগার ও খেলাধুলার কেন্দ্র বন্ধ রয়েছে। খাদিজার মামলা সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং আদালত গত বৃহস্পতিবার তাকে মুক্তি দিয়েছে।

তার গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। আফগানিস্তানে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেত্তে খাদিজার অবিলম্বে মুক্তির দাবি করেন।

-আফরিনা