জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিলে এক মর্মান্তিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পারিবারিক বিরোধের জেরে ৫১ বছর বয়সী বিজয় কুমার তাঁর স্ত্রী ও আরও তিন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। ঘটনাটি শুক্রবার ভোরে ঘটে। হামলার সময় ঘরে তিনটি শিশু উপস্থিত ছিল।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে চারজনের মরদেহ পাওয়া যায়, সবার শরীরে গুলির চিহ্ন ছিল। নিহতরা হলেন বিজয় কুমারের স্ত্রী মিনু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)। পুলিশের তথ্য অনুযায়ী, অন্তত একজন নিহত ভারতীয় নাগরিক।
গুলির সময় শিশু তিনজন একটি আলমারিতে লুকিয়ে নিরাপদ থাকেন এবং একজন দ্রুত ৯১১-এ কল দেয়। তাদের সবাই বর্তমানে এক আত্মীয়ের তত্ত্বাবধানে রয়েছে।
অভিযুক্ত বিজয় কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ফোর কাউন্টস অব মার্ডার, গুরুতর হামলা এবং শিশু নির্যাতনের একাধিক অভিযোগ আনা হয়েছে। ভারতের কনস্যুলেট জেনারেল ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারকে সহায়তা প্রদান করছেন।










