সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলাম এর নেতৃত্বে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ ইদ্রিস আলীসহ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানাধীন ১০নং সলিমপুর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের জঙ্গল সলিমপুর (ছিন্নমূল) এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আনুমানিক বেলা ১২:৩০ মিনিটের সময় জঙ্গল সলিমপুর, ছিন্নমূল ০১নং সমাজের বাজার এলাকা থেকে র্যাব সদস্যদের ওপর মারাত্মক হামলার ঘটনায় জড়িত এজাহারনামীয় ১৯নং আসামি কালা বাচ্চু’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
ইসমাইল ইমন, চট্টগ্রাম










