র‍্যাবের অভিযানে মাদক উদ্ধার

র‍্যাবের মাদকবিরোধী বিশেষ ঝটিকা অভিযানে সবুজ গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ফেনসিডিলসদৃশ কোভিন ফসফেট মিশ্রিত নিষিদ্ধ এসফাক কাশির সিরাপের ৩২৪ বোতল উদ্ধার করা হয়। আটক সবুজ গাজী (২৫) সাতক্ষীরা জেলার দেবহাটা থানার হাদিপুর গ্রামের বাসিন্দা এবং রবিউল ইসলাম গাজীর ছেলে।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করে। মাদক কেনাবেচা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বাগবাটি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে সবুজ গাজীকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬১ সারণিক ১৪(গ) ও ৪১ ধারায় রুজু করা হয়। মামলার নম্বর ১৫। আটক আসামিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-এম এম রবিউল ইসলাম, সাতক্ষীরা