শনিবার দুপুর থেকে গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ সীমিত থাকায় আজ ২৪ ঘণ্টা তিতাস গ্যাসের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলার কারণে গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে শনিবার দুপুর ১২টা থেকে রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের গ্রাহকের ক্ষেত্রে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।