টি–রেক্স নিয়ে নতুন চমক

ছবি: সংগৃহীত

ডাইনোসরদের মধ্যে সবচেয়ে ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টাইরানোসরাস রেক্স বা টি–রেক্স সম্পর্কে নতুন তথ্য সামনে এনেছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, এই প্রাগৈতিহাসিক প্রাণীটি পূর্ণাঙ্গ আকারে পৌঁছাতে প্রায় চার দশক সময় নিত, যা এত দিনকার ধারণার সঙ্গে সাংঘর্ষিক।

ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি সেন্টার ফর হেলথ সায়েন্সেসের গবেষকদের মতে, টি–রেক্স ধীরে ধীরে বড় হতো এবং ৪০ বছরের বেশি সময় বেঁচে থাকতে পারত। এর আগে বিজ্ঞানীরা মনে করতেন, মাত্র ২৫ বছর বয়সেই এই ডাইনোসরের শারীরিক বৃদ্ধি থেমে যেত।

গবেষণার জন্য বিজ্ঞানীরা টি–রেক্সের পায়ের হাড়ের জীবাশ্মে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে সূক্ষ্ম বিশ্লেষণ করেন। গাছের বার্ষিক বলয়ের মতো হাড়ের ভেতরে থাকা রেখাগুলো পর্যবেক্ষণ করে তারা ডাইনোসরটির বয়স ও বৃদ্ধির ধাপ নির্ণয় করেন। গবেষণায় দেখা যায়, প্রতিটি বলয় এক বছরের জীবনের চিহ্ন বহন করে।

‘পিয়ারজে’ জার্নালে প্রকাশিত গবেষণাটি মন্টানা ও নর্থ ডাকোটার বিভিন্ন জাদুঘর থেকে সংগৃহীত ১৭টি টি–রেক্সের জীবাশ্মের ওপর ভিত্তি করে করা হয়। এসব নমুনার মধ্যে ‘জেন’ ও ‘পিটি’ নামের দুটি সুপরিচিত ডাইনোসরের জীবাশ্মও ছিল।

গবেষকদের তথ্যমতে, টি–রেক্সের বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত ছিল ১৪ থেকে ২৯ বছর বয়সের মধ্যে। এ সময় তাদের ওজন বছরে প্রায় ৮০০ থেকে ১ হাজার ২০০ পাউন্ড পর্যন্ত বাড়ত। এরপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধির গতি ধীর হয়ে আসত এবং আরও ১০ থেকে ১৫ বছর ধরে ধীরে ধীরে আকার ও ওজন বাড়তে থাকত।

গবেষণার প্রধান বিজ্ঞানী নাথান মাইরভোল্ড বলেন, এই আবিষ্কার টি–রেক্সের জীবনচক্র সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। তার মতে, দীর্ঘ কৈশোর ও ধীরগতির বৃদ্ধি এই শিকারি প্রাণীটির আচরণ ও জীবনযাপন বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: ডেইলি মেইল

সাবরিনা রিমি/