ঢাকা-১৪ আসনে এনসিপি মনোনীত গণভোটের অ্যাম্বাসেডর জায়েদ

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ২৩৮ আসনে গণভোটের অ্যাম্বাসেডর মনোনীত করেছে। ২৩ জানুয়ারি দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনীতদের নাম ঘোষণা করা হয়।

ঢাকা-১৪ আসনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দলীয় মনোনয়ন নিয়েছিলেন অ্যাডভোকেট জায়েদ বিন নাসের। পরে ১০ দলীয় জোটের প্রার্থী আয়নাঘরে দীর্ঘ ৮ বছর বন্দি থাকা ব্যারিষ্টার মীর আহমাদ বিন কাসেমকে সমর্থন দেওয়ায় অ্যাডভোকেট জায়েদ নির্বাচন থেকে সরে দাঁড়ান। এখন ঢাকা-১৪ আসনে তাকে এনসিপি ঘোষিত তালিকায় গণভোটের অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছে।

জায়েদ বিন নাসের বলেন, ‘রাজনীতিতে দীর্ঘমেয়াদে টিকে থাকতে হয়। রাজনীতিতে মাঝেমধ্যে এমন পরিবেশ পরিস্থিতি আসে যে আপনাকে ত্যাগ, সংযম আর ধৈর্যের পরিচয় দিতে হয়। এলাকায় আমি অনেক বছর ধরে কাজ করছি। শুধু এলাকাতেই কাজ করছি তা নয়, সংবিধানের বিভিন্ন গণবিরোধী বিধান, আইন ও বিচার ব্যবস্থার সংস্কার নিয়েও আমরা অনেকদিন ধরে কাজ করছি। আমাদের অনেক কাজের প্রতিফলন ঘটেছে গণভোটে। তাই গণভোটের পক্ষে কাজ করাটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। এই এলাকার অলি গলি, রাস্তা ঘাট সবই আমার চেনা। তাই এলাকায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণভোটে হ্যাঁ এর পক্ষে জনমত তৈরিতে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করবো ইন-শা-আল্লাহ্।
-সাইমুন