এনসিপির ‘গণভোটের এম্বাসেডর’ হলেন ফরিদা পারভীনের ছেলে নুমানী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে গণভোটের পক্ষে প্রচারণা চালাতে কুষ্টিয়া-৩ আসনে ‘গণভোটের এম্বাসেডর’ নিযুক্ত হয়েছেন প্রয়াত সঙ্গীতশিল্পী ফরিদা পারভীনের ছোট ছেলে ইমাম জাফর নুমানী। পেশাগত জীবনে নুমানী ব্র্যাক ইউনিভার্টিতে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত রয়েছেন।

শুক্রবার রাতে রাজধানীর বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ২৪৩ আসনে গণভোটের এম্বাসেডর ঘোষণা করেন। এসময় কুষ্টিয়া-৩ (সদর) আসনে ইমাম জাফর নুমানীর নাম ঘোষণা করা হয়। তবে যে ৩০ আসনে শাপলাকলি প্রতীকে এনসিপি নেতারা লড়ছেন, সেসব আসনে গণভোটের এম্বাসেডর দেওয়া হয়নি। বাকি আসনগুলোতে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রার্থীদের দলীয় মার্কার পাশাপাশি গণভোটের পক্ষে কাজ করবেন এম্বাসেডররা।

ইমাম জাফর নুমানী বলেন, এবার ভোট দুটি- একটি সরকার গঠনের ভেট দলীয় প্রতীকে আরেকটি সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট। আমরা যারা রাষ্ট্রের সংস্কার চাই, আমরা গণভোটে হ্যাঁ ভোট দেব এবং সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে বলব।

নুমানী বলেন, জুলাইয়ের শুরুতে কোটার দাবি ছিল ছাত্রদের, এটা আগস্টে গিয়ে রাষ্ট্রের সংস্কারের দাবিতে রূপ নেয়। সহস্র শহীদের রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থান হয় দেশে এবং পুরো দেশের শাসন ব্যবস্থার সংস্কার চেয়েছি আমরা। গণভোটের মাধ্যমে সেই সংস্কারের একটা বড় অংশ করে ফেলা সম্ভব হবে। এজন্য সবাই যাতে গণভোটে হ্যাঁ দেয় জনগণকে বোঝাতে হবে। দলমত নির্বিশেষে সবার এ লক্ষ্যে কাজ করা উচিত।

কুষ্টিয়া শহরে জন্ম থেকে বেড়ে ওঠা ইমাম জাফর নুমানী  উচ্চ মাধ্যমিক পর্যন্ত শহরটিতেই পড়াশোনা করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্নাতক-স্নাতকোত্তর করেন। পরবর্তীতে তিনি চীনে উচ্চতর ডিগ্রিও নিয়েছেন।

শিক্ষকতার পাশাপাশি লেখক, সুরকার ও সঙ্গীতশিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে নুমানীর। টেলিভিশনে গানের অনুষ্ঠানও করেছেন নুমানী। তিনি এনটিভির গানের রিয়ালিটি শো ‘গাহি সাম্যের গান’র চ্যাম্পিয়ন হন। ছোটবেলায় মায়ের হাত ধরে গানের হাতেখড়ি পান নুমানী।

-সাইমুন