পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন প্রস্রাবের কথা বলে আসামি সোহাগ

চাঁদপুরে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের পাহারা ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন চুরির মামলার আসামি। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এ ঘটনা ঘটে।ওই আসামির নাম ইসমে আজম খান ওরফে সোহাগ। তিনি চাঁদপুর শহরের বাসিন্দা।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদরাসা রোড এলাকা থেকে ৯৯৯ নম্বরে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশ জনতার হাতে চোর সন্দেহে আটক ও মারধরের শিকার আহত আসামি ইসমে আজম খান ওরফে সোহাগকে গ্রেপ্তার করে। পরে তাকে চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে আসা হলে মামলা করা হয়। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসামি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রস্রাবের কথা বলে কৌশলে ফাঁকি দিয়ে পালিয়ে যান।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিকে পুনরায় গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
-সাইমুন