মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র রমজান মাসের ছুটি বহাল রাখার পাশাপাশি সাপ্তাহিক শুক্রবার ও শনিবারের ছুটিকে বার্ষিক ছুটির হিসাব থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষকরা। তারা নতুনভাবে বার্ষিক ছুটির তালিকা সমন্বয় করার অনুরোধ করেছেন।
বৃহস্পতিবার এমপিওভুক্ত ‘শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) মহাপরিচালক বরাবর এ সংক্রান্ত আবেদন জমা দেওয়া হয়। জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজীর স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকা জারি করেছিলেন। এতে রমজান মাসের ৫ মার্চ পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষক নেতারা বলেন, রমজান মাসে দীর্ঘ সময় রোজা রেখে শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য শারীরিক ও মানসিকভাবে কঠিন হয়ে দাঁড়ায়। বিশেষ করে তারাবিহ নামাজের পর ক্লান্তি বেড়ে যায়। তাই রমজানের পবিত্রতা রক্ষা এবং শিক্ষার্থীদের ও শিক্ষকদের দুর্ভোগ লাঘবে পূর্ণ রমজান মাসের ছুটি বহাল রাখা জরুরি।
আবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় মোট ৮টি সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) সাধারণ ছুটির সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে মার্চ মাসের ১৩, ১৪, ২০ ও ২১ তারিখ, মে মাসের ২৯ ও ৩০ তারিখ এবং ডিসেম্বর মাসের ২৫ ও ২৬ তারিখ অন্তর্ভুক্ত। শিক্ষক নেতারা দাবি করেন, এই সাপ্তাহিক ছুটির দিনগুলোকে বার্ষিক ছুটির হিসাবের অংশ হিসেবে গণনা করা অযৌক্তিক।
শিক্ষকরা অনুরোধ করেছেন, রমজান মাসের ছুটি বহাল রাখা হোক এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোকে বার্ষিক ছুটির তালিকা থেকে বাদ দিয়ে নতুনভাবে ছুটির তালিকা সমন্বয় করা হোক।
-সাবরিনা রিমি










