সিনার্স ভাঙল অস্কারের ৭৫ বছরের পুরোনো রেকর্ড

অস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের দৌড়ে থাকা তারকা এবং সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে হলিউডে বইছে রেকর্ডের বন্যা। রায়ান কুগলারের ভ্যাম্পায়ার-হরর সিনেমা ‘সিনার্স’ ১৬টি মনোনয়ন পেয়ে অস্কারের ৭৫ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে।

অস্কারের সাড়ের সাত দশকের রেকর্ড ভাঙতেই পেছনে ফেলেছে ১৯৫০ সালে মুক্তিপ্রাপ্ত ‘অল অ্যাবাউট ইভ’, ১৯৯৭-এর ‘টাইটানিক’ এবং ২০১৬ সালের ‘লা লা ল্যান্ড’ চলচ্চিত্রকে। যাদের ঝুলিতে ছিল সর্বোচ্চ ১৪টি করে মনোনয়ন।

ওয়ার্নার ব্রোসের ব্যানারে নির্মিত ‘সিনার্স’ সিনেমাটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালনা (রায়ান কুগলার), সেরা অভিনেতা (মাইকেল বি. জর্ডান), সেরা পার্শ্ব অভিনেত্রী (উম্মি মোসাকু) এবং সেরা পার্শ্ব অভিনেতা (ডিলরয় লিন্ডো) সহ মোট ১৬টি বিভাগে মনোনীত হয়েছে। বিশেষ করে সেরা মৌলিক চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি এবং নতুন যুক্ত হওয়া ‘বেস্ট কাস্টিং’ বিভাগেও জায়গা করে নিয়েছে।

চলতি বছরে স্টুডিও হিসেবে সবচেয়ে বেশি আধিপত্য দেখিয়েছে ওয়ার্নার ব্রোস। ‘সিনার্স’-এর ১৬টি এবং পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর ১৩টি মনোনয়নসহ মোট ৩০টি মনোনয়ন বাগিয়ে নিয়েছে। অন্যান্য বড় প্রতিযোগীদের মধ্যে ‘নেটফ্লিক্স’ এবং ‘নিয়ন’ ১৮টি করে, ফোকাস ফিচারস ১৩টি এবং A24 পেয়েছে ১১টি মনোনয়ন।

সেরা চলচ্চিত্রের দৌড়ে রয়েছে ‘সিনার্স’ এবং ‘ওয়ান ব্যাটল’, ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘মার্টি সুপ্রিম’, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ এবং ‘এফওয়ান’।

-মাহমুদ সালেহীন খান