মরহুমা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক চিফ হুইফ জয়নাল আবদীন ফারুকের নির্বাচনী প্রচারণা

নোয়াখালী ২ সেনবাগ সোনাইমুড়ি (আংশিক) আসনে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গতকাল ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ পাওয়ার পর আজ ২২ জানুয়ারি বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে নাটেশ্বর ইউনিয়নের ২ ও ৩ নংওয়ার্ড নির্বাচনী প্রচারণা সভা করেছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ দলের চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় জয়নাল আবদিন ফারুক বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করে যাবো ইনশাল্লাহ।

জনগণের ভালোবাসা ও সমর্থনে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ী হবে এবং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

বি চৌধুরী তুহিন, নোয়াখালী