বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার এ কে এম কামরুজ্জামান মামুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সকল বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও যেসব বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াননি, তাদের একযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কৃত নেতাদের তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সংশ্লিষ্ট নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণবাড়ীয়া জেলা শাখার সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম কামরুজ্জামান মামুন। তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কে এম কামরুজ্জামান মামুন ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতেই বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। দলীয় নেতারা জানান, ভবিষ্যতেও দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ শৃঙ্খলাভঙ্গ করলে তাদের বিরুদ্ধেও একই ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

খ,ম,জায়েদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া