অবশেষে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠের লড়াই। সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষাণ মজদুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনার মাধ্যমে তিনি প্রচারণার সূচনা করেন।
নির্বাচনী প্রচারণা সমাবেশে কাজী আলাউদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, বিএনপির সাবেক চেয়ারপারসন ও গণতন্ত্রের মা সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, তারই উত্তরসূরি বর্তমান বিএনপির সভাপতি ও চেয়ারপারসন তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে তিনি মাঠে নেমেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন তার বক্তব্যে বলেন, তারেক জিয়া ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করতে হবে। তিনি বলেন, নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু করা হবে এবং স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ ও কর্মসংস্থানের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে। সে লক্ষ্যে ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক জিয়াকে দেশ গড়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ২০০১ সালের সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হয়ে এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছিলেন। এলাকার রাস্তাঘাট, কালভার্ট, সেতু, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ, বিদ্যুৎ ব্যবস্থা এবং ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে তার ভূমিকা রয়েছে। এ কারণেই এলাকার মানুষ তাকে উন্নয়নের রূপকার হিসেবে জানে। তিনি বলেন, পুনরায় নির্বাচিত হলে এলাকার অসম্পূর্ণ উন্নয়নকাজগুলো সম্পন্ন করবেন ইনশাল্লাহ।
কাজী আলাউদ্দিন অভিযোগ করে বলেন, একটি দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। যারা মুক্তিযুদ্ধের সময় দেশের মা-বোনদের নির্যাতন ও বিতাড়িত করেছিল, তারা কখনোই দেশের কল্যাণ চায়নি বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, নির্বাচিত হলে এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা সংখ্যালঘু নির্যাতনকারীর ঠাঁই হবে না।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের সময়ে এ এলাকায় কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্পের অর্থ লুটপাট করে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাই সব ভেদাভেদ ভুলে দলমতের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন ও শান্তির স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে কৃষাণ মজদুর ইনস্টিটিউট কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাজী আলাউদ্দিন।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পি, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য রমিজ উদ্দিন রুমি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল্লাহ বাহার, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
-এম এম রবিউল ইসলাম, সাতক্ষীরা/










