রাজধানীর চকবাজারের মৌলভীবাজার টাওয়ার থেকে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় ওই ভবনে মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হাজী এনায়েত উল্লাহর নির্বাচনী সমাবেশ চলছিল।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতদের নাম ও রাজনৈতিক পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির চকবাজার থানার ডিউটি অফিসার এসআই জালাল উদ্দিন বৃহস্পতিবার রাত ১২টায় যুগান্তরকে বলেন, ছুরিসহ দুইজন লোক আটক আছে। এখন পর্যন্ত তাদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
এ ঘটনার পর থেকে চকবাজার থানা ঘিরে বিক্ষোভ করতে দেখা গেছে জামাতের নেতাকর্মীদের। বিক্ষুব্ধ নেতাকর্মীরা দাবি করেন, বৃহস্পতিবার রাতে চকবাজারের মৌলভীবাজার এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে হাজী হাফেজ এনায়েত উল্লাহ মত বিনিময় করছিলেন। সেখান থেকে ধারালো ছুরিসহ দুইজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
-সাইমুন










