চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনার দুদিন পর গত বুধবার রাতে হত্যা মামলা হয়েছে।
মামলায় জঙ্গল সলিমপুর আলিনগরের ইয়াছিন বাহিনীর প্রধান ইয়াছিন, তার সহযোগী নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনকে সুনির্দিষ্ট এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মাহিনুল ইসলাম গ্রেপ্তার তিনজনের পরিচয় প্রকাশ করেননি।
এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গত সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযানের সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় র্যাব কর্মকর্তা মোতালেব নিহত ও চারজন আহত হন। এ সময় আহত র্যাব সদস্য ছাড়াও নুরুল আলম মনা নামে এক আহত ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে হেফাজতে নিয়ে চিকিৎসা দেন। সে হত্যাসহ একাধিক মামলার এজাহার নামীয় আসামি
-সাইমুন










