পাবনায় কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে যুগান্তর স্বজন সমাবেশ। বৃহস্পতিবার পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে ২ শতাধিক শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পাবনা প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তরের পাবনা প্রতিনিধি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বজন সমাবেশ পাবনার সভাপতি, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শিবজিত নাগ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেস ক্লাবের সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী, পাবনা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, দৈনিক পাবনার সময়ের সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, দৈনিক মুক্তি মিছিলের সম্পাদক আ হা মু. আইয়ুব প্রমুখ।
-সাইমুন










