ঠাকুরগাঁওয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে বিএনপি, জামায়াতের অভিযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঠাকুরগাঁও জেলা শাখা। এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেনসহ জেলা জামায়াতের শীর্ষ নেতারা। তারা সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি বিএনপি মানছে না। অভিযোগ করে বলা হয়, ২১ জানুয়ারি রাত ১২টার আগেই বিএনপি ফেস্টুন টাঙিয়ে প্রচারণা শুরু করেছে, যা সরাসরি আচরণবিধির লঙ্ঘন।

জামায়াত নেতারা জানান, বিষয়টি নিয়ে তারা ইতোমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। প্রেস ব্রিফিংয়ে বিএনপিকে একটি ‘বিশেষ দল’ হিসেবে আখ্যায়িত করে অভিযোগ করা হয়, তারা নির্বাচন কমিশনের নির্দেশনাকে তোয়াক্কা করছে না।

এ সময় আরও জানানো হয়, আগামী ২৩ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. শফিকুর রহমান এবং ১০-দলীয় জোটের শীর্ষ নেতারা ঠাকুরগাঁও সফরে আসবেন। সফরকালে শহরে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে, যেখানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তিনি নির্বাচনী দিকনির্দেশনা ও রাজনৈতিক বক্তব্য উপস্থাপন করবেন বলে জানানো হয়।

প্রেস ব্রিফিং থেকে জামায়াতে ইসলামী নেতারা সাংবাদিকসহ স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান।

-রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও